Ajker Patrika

রাজধানীর রামপুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৫

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১১: ১৯
রাজধানীর রামপুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৫

রাজধানীর রামপুরা এলাকায় একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মালিকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রামপুরা চৌধুরীপাড়া বউবাজার এলাকায় রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিকুর রহমান (৬০), হেলাল উদ্দিন (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ মিয়া (৪৯)। 

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ চার শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিলেন। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও চার শ্রমিক দগ্ধ হন। পরে খবর পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, পুরোনো গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। 

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, রাত ১টা ৪২ মিনিটে রামপুরা বউবাজার মাটির মসজিদসংলগ্ন ভাঙারির টিনশেড দোকানে আগুন লাগে। সেই আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১২ মিনিটে আগুন নেভায়। পুরোনো গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবীর ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত