Ajker Patrika

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার সুমন। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার সুমন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারের আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমনকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শাহরাস্তি থানা-পুলিশ উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। সুমন ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। গত সোমবার ওই থানায় যোগদানের পর থেকে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত মর্মে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) স্বাক্ষরিত ওই প্রত্যয়নপত্রে (২০২২ সালের ৪ জানুয়ারি) তিনি লেখেন, ‘আমি মো. নজরুল ইসলাম বাবু, এই মর্মে প্রত্যয়ন করছি যে মো. মনিরুল হক ডাবলু, পিতা আ. জলিল মিয়া, গ্রাম বাহাদুরপুর, থানা গোয়ালন্দ, জেলা রাজবাড়ী; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন। ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার শক্তির পক্ষে ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী। বর্তমানে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) হিসেবে কর্মরত রয়েছেন। আমি তাঁর সার্বিক সাফল্য কামনা করছি।’

জানা গেছে, বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন তদন্ত করতে আশুলিয়া থানায় হাজির হন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুমন আশুলিয়া থানায় এসে বলেন, ওসি মনিরুল হক ডাবলু নাকি ছাত্রলীগ করতেন। তাঁর তদন্ত করতে এসেছেন। এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে সুমন নিজেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয় দেন। তখন ওসি ডাবলুকে তাঁর কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এরপর সুমন গোপনে তাঁর গ্রামের বাড়ি ফিরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, সুমনকে আইনিপ্রক্রিয়া অনুসরণ করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত