ঢাবি প্রতিনিধি
স্থগিত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে পরীক্ষার এই শিডিউল নির্ধারণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকা একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষার রিশিডিউল বিষয়ে আলোচনায় অংশ নেন বিভাগীয় প্রধানেরা, শ্রেণি প্রতিনিধিরা (সিআর), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ তারিখ থেকে শুরু হবে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রেণি প্রতিনিধি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পরীক্ষার সময়ে ক্লাস থাকে না। টার্ম ফাইনাল পরীক্ষা সবার একসঙ্গে হয়। ঈদুল আজহার আগে আগে সব পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে একটি টার্ম ফাইনাল ব্রেক থাকে, ব্রেক শেষে আবার ক্লাস শুরু হবে। ১১ মে থেকে পরীক্ষা শুরু হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে সব শিক্ষার্থী একমত, সেটি শিক্ষকদের আমরা বলেছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়েও কথা বলেছি। আমরা সবকিছু ইতিবাচক হিসেবে দেখছি, শিক্ষকেরা আমাদের দাবির সঙ্গে রয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আলোচনা করেছি শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে। স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে আমরা ফিরে যাচ্ছি। রেজুলেশন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’
উল্লেখ্য, গত ২৭ মার্চ মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির বুয়েট ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখাসহ ৬ দফা দাবি জানান তাঁরা। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এরপর বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থগিত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে পরীক্ষার এই শিডিউল নির্ধারণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকা একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষার রিশিডিউল বিষয়ে আলোচনায় অংশ নেন বিভাগীয় প্রধানেরা, শ্রেণি প্রতিনিধিরা (সিআর), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ তারিখ থেকে শুরু হবে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রেণি প্রতিনিধি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পরীক্ষার সময়ে ক্লাস থাকে না। টার্ম ফাইনাল পরীক্ষা সবার একসঙ্গে হয়। ঈদুল আজহার আগে আগে সব পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে একটি টার্ম ফাইনাল ব্রেক থাকে, ব্রেক শেষে আবার ক্লাস শুরু হবে। ১১ মে থেকে পরীক্ষা শুরু হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে সব শিক্ষার্থী একমত, সেটি শিক্ষকদের আমরা বলেছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়েও কথা বলেছি। আমরা সবকিছু ইতিবাচক হিসেবে দেখছি, শিক্ষকেরা আমাদের দাবির সঙ্গে রয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আলোচনা করেছি শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে। স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে আমরা ফিরে যাচ্ছি। রেজুলেশন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’
উল্লেখ্য, গত ২৭ মার্চ মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির বুয়েট ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখাসহ ৬ দফা দাবি জানান তাঁরা। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এরপর বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে