টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।
বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে