Ajker Patrika

তথ্য সহজলভ্য না হলে ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে: শারমীন মুরশিদ

অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ । ছবি: আজকের পত্রিকা
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ । ছবি: আজকের পত্রিকা

তথ্য সহজলভ্য না হলে ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বুধবার রাজধানীর গুলশানে দ্যা কার্টার সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’ এর (এডব্লিউআরটিআই) বার্ষিক শিক্ষণ সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি এই প্রকল্পের মাধ্যমে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য তথ্যের অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে উদ্বোধনী বক্তব্যে বলেন, এই উদ্যোগটি প্রমাণ করে যে, যখন নারীরা তথ্যের অধিকার পায়, তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতায়ন করে না, বরং তাদের পরিবারে পরিবর্তনও আনে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মধ্যে। জেন্ডার বৈষম্য নারীর অধিকার লঙ্ঘন করে এবং এই প্রকল্পটি তথ্যের অধিকার আইন (আরটিআই) এর মাধ্যমে তথ্যপ্রাপ্তির সুযোগ করে দিয়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

কার্টার সেন্টারের চিফ অব পার্টি সুমনা সুলতানা মাহমুদ প্রকল্পের গত বছরের শিক্ষণ উপস্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত