Ajker Patrika

রাজধানীতে পৃথক স্থানে শিক্ষার্থীসহ ২ জনের ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে পৃথক স্থানে শিক্ষার্থীসহ ২ জনের ‘আত্মহত্যা’

রাজধানীতে পৃথক স্থানে শিক্ষার্থীসহ দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁদের পরিবার। রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে ঝুমুর আক্তার (২২) নামে এক শিক্ষার্থী ও কদমতলির মুরাদপুরে চান মিয়া (৬২) নামে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের একটি বাসায় গলায় ফাঁস দেন ঝুমুর আক্তার। স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে কদমতলির মুরাদপুরের বাড়িতে গলায় ফাঁস দেন চান মিয়া। স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 
 
হাসপাতালে মৃত ঝুমুর আক্তারের বড় বোন নুপুর আক্তার বলেন, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। বর্তমানে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে তিনতলায় থাকেন। সেখানে সকালে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ঝুমুর। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে ঝুমুর আত্মহত্যা করেছে সেই বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনেরা। 

এদিকে হাসপাতালে মৃত চান মিয়ার স্ত্রী স্বাধীন আক্তার বলেন, কদমতলি মুরাদপুরে তাঁদের নিজেদের বাড়ি। পাঁচ ছেলে মেয়ে নিয়ে মুরাদপুরেই থাকেন তাঁরা। তাঁর স্বামী সেনাবাহিনীর চাকরি করতেন। অবসরে ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর গত ১৫ বছর আগে সৌদি আরব যান তিনি। গত ২ বছর আগে দেশে আসেন। এর মধ্যে মুরাদপুরে বাড়ি তৈরি করা হয়। কয়েক দিন ধরে স্বামী চান মিয়াকে বলা হচ্ছিল গ্রামের বাড়ি পটুয়াখালী থেকে জায়গা বিক্রি করে আসতে। এই বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। দুপুরে সবার অজান্তে নিজ কক্ষে শাড়ি কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি দুটি পৃথক থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত