নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাতের ঘটনায় ক্যাপিটাল ফাস্ট ফুডের কাউসার ও বাবু নামে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
সোমবার রাতে তাঁদের হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এ বিষয়ে ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ‘সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে ৫ মে সংঘর্ষের ঘটনার সূত্রপাতে জড়িত ও ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী সন্দেহে কক্সবাজার থেকে মো. মোয়াজ্জেম হোসেন সজীব (২৩) ও মেহেদী হাসান বাপ্পিকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার পরপরই বাপ্পি ও সজীব কক্সবাজারে আত্মগোপন করেন। এর মধ্যে বাপ্পি পরিচয় লুকানোর জন্য তাঁর লম্বা চুল কেটে ছোট করেন। এ ছাড়া দুজনই কক্সবাজারের আবাসিক হোটেলে চাকরির চেষ্টাও চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ গত ১৮ এপ্রিল ইফতার বিক্রির টেবিল বসানো নিয়ে নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড ও ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পরিচিত কিছু দুষ্কৃতকারীকে ফোন দিয়ে ডেকে আনেন। তাঁদের ডাকে সাড়া দিয়ে রাত সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতকারী ঘটনাস্থলে গিয়ে ক্যাপিটাল ফাস্ট ফুডের কর্মচারীদের মারধর করে। এ সময় অন্যান্য দোকানের কর্মচারীরা আক্রমণ প্রতিহতের চেষ্টা চালান। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এই হামলাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল কৌশলে গুজব ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে। এতে নিউমার্কেট এলাকায় ছাত্র ও কর্মচারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ছাড়া স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য ও কনটেন্ট ছড়িয়ে ইন্ধন দেওয়ার ফলে উত্তেজনা চরম সহিংসতায় রূপ নেয়। এর মধ্যে সংঘর্ষে নাহিদ (১৮) নামের এক কুরিয়ার সার্ভিস কর্মী ও মোরসালিন (২৬) নামের আরেকজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাতের ঘটনায় ক্যাপিটাল ফাস্ট ফুডের কাউসার ও বাবু নামে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
সোমবার রাতে তাঁদের হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এ বিষয়ে ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ‘সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে ৫ মে সংঘর্ষের ঘটনার সূত্রপাতে জড়িত ও ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী সন্দেহে কক্সবাজার থেকে মো. মোয়াজ্জেম হোসেন সজীব (২৩) ও মেহেদী হাসান বাপ্পিকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার পরপরই বাপ্পি ও সজীব কক্সবাজারে আত্মগোপন করেন। এর মধ্যে বাপ্পি পরিচয় লুকানোর জন্য তাঁর লম্বা চুল কেটে ছোট করেন। এ ছাড়া দুজনই কক্সবাজারের আবাসিক হোটেলে চাকরির চেষ্টাও চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ গত ১৮ এপ্রিল ইফতার বিক্রির টেবিল বসানো নিয়ে নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড ও ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পরিচিত কিছু দুষ্কৃতকারীকে ফোন দিয়ে ডেকে আনেন। তাঁদের ডাকে সাড়া দিয়ে রাত সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতকারী ঘটনাস্থলে গিয়ে ক্যাপিটাল ফাস্ট ফুডের কর্মচারীদের মারধর করে। এ সময় অন্যান্য দোকানের কর্মচারীরা আক্রমণ প্রতিহতের চেষ্টা চালান। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এই হামলাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল কৌশলে গুজব ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে। এতে নিউমার্কেট এলাকায় ছাত্র ও কর্মচারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ছাড়া স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য ও কনটেন্ট ছড়িয়ে ইন্ধন দেওয়ার ফলে উত্তেজনা চরম সহিংসতায় রূপ নেয়। এর মধ্যে সংঘর্ষে নাহিদ (১৮) নামের এক কুরিয়ার সার্ভিস কর্মী ও মোরসালিন (২৬) নামের আরেকজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে