Ajker Patrika

অবশেষে আত্মসাতের টাকা ফেরত পেলেন ভিক্ষুক দুদু মিয়া

মধুপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১: ৩৬
অবশেষে আত্মসাতের টাকা ফেরত পেলেন ভিক্ষুক দুদু মিয়া

ভিক্ষুকের আত্মসাৎ করা টাকা মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের মাধ্যমে ফেরত দিয়েছেন মহিষমারা ইউনিয়নের ধলপুর গ্রামের আবদুল আজীজ। আজ সোমবার ইউএনওর কার্যালয়ে অনানুষ্ঠানিকভাবে এই টাকা হস্তান্তর করা হয়। 

জানা যায়, মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের ধলপুর আশ্রয়ণ প্রকল্পে বাস করেন ভিক্ষুক দুদু মিয়া। ৭৫ বছর বয়সী বৃদ্ধ দুদু মিয়ার বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা ইউনিয়নের গোতামারি গ্রামে। তিনি ১০ বছর আগে মধুপুরে ধলপুর আশ্রয়ণ প্রকল্পে এসে বসবাস শুরু করেন। তাঁর ভিক্ষাবৃত্তির জমানো এবং স্ত্রী রোকিয়া বেগম ও সন্তানদের শ্রমের সব টাকা জমা রেখেছিলেন ধলপুর গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী আবদুল আজীজের কাছে। অল্প অল্প করে সঞ্চয়ের টাকা জমে হয় ১ লাখ ১৫ হাজার টাকা। ওই টাকায় নিজের একটু জমি কেনার স্বপ্ন দেখেন দুদু মিয়া ও তাঁর স্ত্রী রোকিয়া বেগম। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আবদুল আজীজের কাছে জমানো টাকা দিয়ে জমি কিনে দেওয়ার দাবি তুললে তিনি টাকা দিতে অস্বীকার করেন। তিনি সাফ জানিয়ে দেন, তাঁর কাছে কোনো টাকা পান না দুদু মিয়া ও তাঁর স্ত্রী রোকিয়া। এই নিয়ে বহু সালিসি বৈঠক ব্যর্থ হয়। 
 
এ বিষয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে স্থানীয় ইউএনও শামীমা ইয়াসমিন, মহিষমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবদুল মোতালেব, ইউপি সদস্য আবদুল মান্নান সম্মিলিতভাবে টাকা উদ্ধারে তৎপর হন। তাঁদের সহযোগিতা করেন স্থানীয় সংবাদকর্মী বাবুল রানা। 

ইউপি চেয়ারম্যান কাজী আবদুল মোতালেব বলেন, ‘দফায় দফায় চেষ্টা করে আলোচনার ভিত্তিতে আবদুল আজীজের কাছ থেকে ৫৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। তিনি ইউএনওর কার্যালয়ে আসেননি। আমাদের ইউনিয়ন পরিষদে জমা দিয়েছেন। সোমবার ইউএনওর কার্যালয়ে দুদু মিয়া ও রোকিয়া বেগমকে ডেকে এনে ওই টাকা হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত