Ajker Patrika

আগুনে দগ্ধ হওয়ার ৫ দিন পর স্ত্রী ও শ্যালকের মৃত্যু, স্বামী গ্রেপ্তার 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৭
আগুনে দগ্ধ হওয়ার ৫ দিন পর স্ত্রী ও শ্যালকের মৃত্যু, স্বামী গ্রেপ্তার 

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী ও শ্যালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার থেকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তাঁরা।  গতকাল বুধবার বিকেলে মারা যান দুজনেই। এ ঘটনায় নিহত গৃহবধূ শারমিনের ভাই শামীম বাদী হয়ে শারমিনের স্বামী হাসান আলীকে (৩২) আসামি করে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন। হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।

গত শুক্রবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজন হলেন সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামের আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তার (৩০) এবং তাঁর চাচাত ভাই রুবেল মিয়া (২৮)। এ ঘটনায় শারমিন আক্তারের চাচি শিরিন আক্তার (৫২) দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামের আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী ঢাকা জেলার  ধামরাইয়ের রাজাপুর গ্রামের মো. হাসান আলীর। বিয়ের পর থেকেই স্ত্রী শারমিনের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে হাসানের বিরুদ্ধে। এ নিয়ে কয়েকবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে পালিয়ে আসেন শারমিন। গত বৃহস্পতিবার বাড়িতে এসে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন শারমিন আক্তার। এ খবর জানতে পেরে শুক্রবার সকালে মো. হাসান আলী গওলা গ্রামে শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পাশেই  চাচাশ্বশুরের বাড়িতে ঢুকে স্ত্রীকে দেখে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেন। চাচিশাশুড়ি শিরিন আক্তার ও শ্যালক রুবেল মিয়া শারমিনকে বাঁচাতে এলে তাঁদের গায়েও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেযন হাসান আলী। পরে আহত তিনজনকেই  স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্ত্রী স্বামীকে তালাক দেবেন শুনে স্বামী হাসান আলী স্ত্রী শারমিনের গায়ে আগুন ধরিয়ে দেয়। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর চাচি ও চাচাতো ভাই আগুনে পুড়ে আহত হন। বুধবার শারমিন ও তাঁর চাচাতো ভাই রুবেল  মারা গেছেন।’

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, নিহত শারমিনের ভাই শামীম বাদী হয়ে ঘটনার দিন রাতেই সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন। এটি পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। আসামি হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও একজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত