শরীয়তপুর প্রতিনিধি
ফকির লালন সাঁইয়ের গানের আদলে দুটি লাইন ফেসবুকে পোস্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন স্বর্ণকার সঞ্জয় রক্ষিত (৪০)। পরে মুচলেকা দিয়ে আদালত থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার নিরাপত্তার স্বার্থে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেল থেকে ছাড়া পাওয়ার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল।
সঞ্জয় রক্ষিত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার হরি নারায়ণ রক্ষিতের ছেলে। উপজেলার সাজনপুর বাজারে সঞ্জয় রক্ষিতের স্বর্ণালংকারের ব্যবসা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউল সাধক লালন ফকিরের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ শিরোনামের গানের দুটি পঙ্ক্তির আদলে নিজের মতো করে সঞ্জয় রক্ষিত ফেসবুকে লিখেছিলেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান।’ যদিও লালনের গানের লাইন দুটিতে আছে ‘সুন্নত দিলে হয় মুসলমান/নারী লোকের কি হয় বিধান।’ এ ছাড়া ওই লাইন দুটি যে লালনের তা সঞ্জয় রক্ষিত তাঁর লেখায় উল্লেখ করেননি।
এতে অনেকে ধরে নিয়েছেন সঞ্জয় রক্ষিত শুধু ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে এই পোস্ট করেছেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে গত রোববার পুলিশ সঞ্জয় রক্ষিতকে আটক করে জেলহাজতে পাঠায়। পরদিন সোমবার মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পান তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাঁকে জামিন দেন।
গতকাল জেল থেকে ছাড়া পেয়ে নিজ এলাকায় ফেরেন সঞ্জয় রক্ষিত। এর পর থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশের ১৬ সদস্যের একটি টিম মোতায়েন করা হয়েছে।
শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ (১)-এর ধারায় সঞ্জয় রক্ষিতকে আটক করে আদালতে পাঠানো হয়।
ভবিষ্যতে তিনি এমন কাজ করবেন না যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এ মর্মে আদালতে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তাঁকে জমিন দেওয়া হয়। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পুলিশ মোতায়েন প্রসঙ্গে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, তাঁর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ১৬ সদস্যদের পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে।
পুলিশ কত দিন মোতায়েন থাকবে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের যত দিন মনে হবে পুলিশ মোতায়েন দরকার তত দিনই থাকবে।’
ফকির লালন সাঁইয়ের গানের আদলে দুটি লাইন ফেসবুকে পোস্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন স্বর্ণকার সঞ্জয় রক্ষিত (৪০)। পরে মুচলেকা দিয়ে আদালত থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার নিরাপত্তার স্বার্থে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেল থেকে ছাড়া পাওয়ার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল।
সঞ্জয় রক্ষিত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার হরি নারায়ণ রক্ষিতের ছেলে। উপজেলার সাজনপুর বাজারে সঞ্জয় রক্ষিতের স্বর্ণালংকারের ব্যবসা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউল সাধক লালন ফকিরের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ শিরোনামের গানের দুটি পঙ্ক্তির আদলে নিজের মতো করে সঞ্জয় রক্ষিত ফেসবুকে লিখেছিলেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান।’ যদিও লালনের গানের লাইন দুটিতে আছে ‘সুন্নত দিলে হয় মুসলমান/নারী লোকের কি হয় বিধান।’ এ ছাড়া ওই লাইন দুটি যে লালনের তা সঞ্জয় রক্ষিত তাঁর লেখায় উল্লেখ করেননি।
এতে অনেকে ধরে নিয়েছেন সঞ্জয় রক্ষিত শুধু ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে এই পোস্ট করেছেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে গত রোববার পুলিশ সঞ্জয় রক্ষিতকে আটক করে জেলহাজতে পাঠায়। পরদিন সোমবার মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পান তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাঁকে জামিন দেন।
গতকাল জেল থেকে ছাড়া পেয়ে নিজ এলাকায় ফেরেন সঞ্জয় রক্ষিত। এর পর থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশের ১৬ সদস্যের একটি টিম মোতায়েন করা হয়েছে।
শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ (১)-এর ধারায় সঞ্জয় রক্ষিতকে আটক করে আদালতে পাঠানো হয়।
ভবিষ্যতে তিনি এমন কাজ করবেন না যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এ মর্মে আদালতে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তাঁকে জমিন দেওয়া হয়। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পুলিশ মোতায়েন প্রসঙ্গে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, তাঁর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ১৬ সদস্যদের পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে।
পুলিশ কত দিন মোতায়েন থাকবে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের যত দিন মনে হবে পুলিশ মোতায়েন দরকার তত দিনই থাকবে।’
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে