উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে নয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েছেন হুমাইয়া আক্তার রিমি (২৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দক্ষিণখান কাওলা টেকবাড়ি এলাকার কামালের বকুল ভিলা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি লাফ দেন। তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর আগে ওই নারী বলেন, তিনি রাজধানীর শেরেবাংলা নগরের পূর্ব রাজা বাজারের আলতাফ উদ্দীন ভূঁইয়ার মেয়ে। স্বামী আকাশ রহমান ও চার বছর বয়সী ছেলে সন্তান নিয়ে কাওলা টেকপাড়া এলাকায় থাকতেন।
এলাকাবাসী বলেন, বিকেলের দিকে একটি বিকট শব্দ হয়। পরে দেখা যায় বহুতল ভবনের নিচে একজন নারী পড়ে আছেন। স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান রাত সাড়ে ১১টায় আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি নয় তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিল। নিচে কাদামাটি থাকায় হয়তো কিছুক্ষণ বেঁচে ছিল। হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।’ তিনি ঘটনাস্থলে আছেন বলে জানান ওসি।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
ছাদ থেকে লাফ দেওয়ার কোনো কারণ জানা গেছে কি না জানতে চাইলে ওসি সিদ্দিক বলেন, ‘নিহতের স্বজনরা জানিয়েছে, তার মানসিক সমস্যা ছিল। আগে তাঁরা মানসিক চিকিৎসা করিয়েছেন। অপমৃত্যুর পর তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
রাজধানীর দক্ষিণখানে নয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েছেন হুমাইয়া আক্তার রিমি (২৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দক্ষিণখান কাওলা টেকবাড়ি এলাকার কামালের বকুল ভিলা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি লাফ দেন। তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর আগে ওই নারী বলেন, তিনি রাজধানীর শেরেবাংলা নগরের পূর্ব রাজা বাজারের আলতাফ উদ্দীন ভূঁইয়ার মেয়ে। স্বামী আকাশ রহমান ও চার বছর বয়সী ছেলে সন্তান নিয়ে কাওলা টেকপাড়া এলাকায় থাকতেন।
এলাকাবাসী বলেন, বিকেলের দিকে একটি বিকট শব্দ হয়। পরে দেখা যায় বহুতল ভবনের নিচে একজন নারী পড়ে আছেন। স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান রাত সাড়ে ১১টায় আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি নয় তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিল। নিচে কাদামাটি থাকায় হয়তো কিছুক্ষণ বেঁচে ছিল। হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।’ তিনি ঘটনাস্থলে আছেন বলে জানান ওসি।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
ছাদ থেকে লাফ দেওয়ার কোনো কারণ জানা গেছে কি না জানতে চাইলে ওসি সিদ্দিক বলেন, ‘নিহতের স্বজনরা জানিয়েছে, তার মানসিক সমস্যা ছিল। আগে তাঁরা মানসিক চিকিৎসা করিয়েছেন। অপমৃত্যুর পর তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৪ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৪ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৬ ঘণ্টা আগে