Ajker Patrika

দক্ষিণখানে নয় তলা ভবনের ছাদ থেকে নারীর লাফ, হাসপাতালে মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দক্ষিণখানে নয় তলা ভবনের ছাদ থেকে নারীর লাফ, হাসপাতালে মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে নয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েছেন হুমাইয়া আক্তার রিমি (২৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

দক্ষিণখান কাওলা টেকবাড়ি এলাকার কামালের বকুল ভিলা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি লাফ দেন। তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুর আগে ওই নারী বলেন, তিনি রাজধানীর শেরেবাংলা নগরের পূর্ব রাজা বাজারের আলতাফ উদ্দীন ভূঁইয়ার মেয়ে। স্বামী আকাশ রহমান ও চার বছর বয়সী ছেলে সন্তান নিয়ে কাওলা টেকপাড়া এলাকায় থাকতেন। 

এলাকাবাসী বলেন, বিকেলের দিকে একটি বিকট শব্দ হয়। পরে দেখা যায় বহুতল ভবনের নিচে একজন নারী পড়ে আছেন। স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান রাত সাড়ে ১১টায় আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি নয় তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিল। নিচে কাদামাটি থাকায় হয়তো কিছুক্ষণ বেঁচে ছিল। হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।’ তিনি ঘটনাস্থলে আছেন বলে জানান ওসি। 

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। 

ছাদ থেকে লাফ দেওয়ার কোনো কারণ জানা গেছে কি না জানতে চাইলে ওসি সিদ্দিক বলেন, ‘নিহতের স্বজনরা জানিয়েছে, তার মানসিক সমস্যা ছিল। আগে তাঁরা মানসিক চিকিৎসা করিয়েছেন। অপমৃত্যুর পর তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত