মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল)
প্রায় ৬ মাস টাঙ্গাইলের নাগরপুরের মৃত বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের স্ত্রী ভাতা পাচ্ছেন না। ৬ মাস ধরে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বারবার ব্যাংক থেকে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। গত সোমবার সোনালী ব্যাংক নাগরপুর শাখায় গিয়েও ফিরে এসেছেন মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তার।
হাওয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আতোয়ার রহমানের (গেজেট নম্বর-৩৫৬৬) স্ত্রী। ছেলের অভাব–অনটনের সংসারে থাকেন তিনি। গত ছয় মাস ধরে ভাতার টাকা না পেয়ে বেশ বিপাকে পড়েছেন। টাকার জন্য প্রায়ই ব্যাংকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে এই বৃদ্ধাকে।
সোনালী ব্যাংক নাগরপুর শাখায় মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তারের হিসাব নম্বর থেকে জানা যায়, ওই ব্যাংক হিসাব থেকে তিনি সর্বশেষ গত জানুয়ারি মাসে ভাতার টাকা উত্তোলন করেন। এরপর আর কোনো টাকা উত্তোলন করতে পারেননি। ছয় মাস পেরিয়ে গেলেও এর কোনো সমাধানও পাচ্ছেন না তিনি।
এদিকে ভাতার টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে মুক্তিযোদ্ধার পরিবারটি। হাওয়া আক্তার বলেন, দুই ঈদ চলে গেলও নিজে কিছু কিনি নাই, ছেলে মেয়ে ও নাতি-নাতনিদেরও কিছু কিনে দিতে পারি নাই। ব্যাংকে আসলে স্যারেরা শুধু বলেন, টাকা আসে নাই। তারা আমাকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। সেখানে গেলে আজ না কাল আসেন বলে আজ প্রায় ৬ মাস আমাকে ঘোরাচ্ছেন। কেন, কী কারণে ঘোরাচ্ছেন, তাও জানি না। তাই নিরুপায় হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন জানান, শুধু আতোয়ার রহমান নয়, তাঁর মতো আরও প্রায় ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমাকে মৌখিকভাবে ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতার সমস্যার কথা জানিয়েছেন। বিষয়গুলো ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সব মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিরসন করা হবে।
প্রায় ৬ মাস টাঙ্গাইলের নাগরপুরের মৃত বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের স্ত্রী ভাতা পাচ্ছেন না। ৬ মাস ধরে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বারবার ব্যাংক থেকে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। গত সোমবার সোনালী ব্যাংক নাগরপুর শাখায় গিয়েও ফিরে এসেছেন মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তার।
হাওয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আতোয়ার রহমানের (গেজেট নম্বর-৩৫৬৬) স্ত্রী। ছেলের অভাব–অনটনের সংসারে থাকেন তিনি। গত ছয় মাস ধরে ভাতার টাকা না পেয়ে বেশ বিপাকে পড়েছেন। টাকার জন্য প্রায়ই ব্যাংকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে এই বৃদ্ধাকে।
সোনালী ব্যাংক নাগরপুর শাখায় মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তারের হিসাব নম্বর থেকে জানা যায়, ওই ব্যাংক হিসাব থেকে তিনি সর্বশেষ গত জানুয়ারি মাসে ভাতার টাকা উত্তোলন করেন। এরপর আর কোনো টাকা উত্তোলন করতে পারেননি। ছয় মাস পেরিয়ে গেলেও এর কোনো সমাধানও পাচ্ছেন না তিনি।
এদিকে ভাতার টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে মুক্তিযোদ্ধার পরিবারটি। হাওয়া আক্তার বলেন, দুই ঈদ চলে গেলও নিজে কিছু কিনি নাই, ছেলে মেয়ে ও নাতি-নাতনিদেরও কিছু কিনে দিতে পারি নাই। ব্যাংকে আসলে স্যারেরা শুধু বলেন, টাকা আসে নাই। তারা আমাকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। সেখানে গেলে আজ না কাল আসেন বলে আজ প্রায় ৬ মাস আমাকে ঘোরাচ্ছেন। কেন, কী কারণে ঘোরাচ্ছেন, তাও জানি না। তাই নিরুপায় হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন জানান, শুধু আতোয়ার রহমান নয়, তাঁর মতো আরও প্রায় ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমাকে মৌখিকভাবে ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতার সমস্যার কথা জানিয়েছেন। বিষয়গুলো ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সব মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিরসন করা হবে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে