মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল)
প্রায় ৬ মাস টাঙ্গাইলের নাগরপুরের মৃত বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের স্ত্রী ভাতা পাচ্ছেন না। ৬ মাস ধরে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বারবার ব্যাংক থেকে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। গত সোমবার সোনালী ব্যাংক নাগরপুর শাখায় গিয়েও ফিরে এসেছেন মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তার।
হাওয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আতোয়ার রহমানের (গেজেট নম্বর-৩৫৬৬) স্ত্রী। ছেলের অভাব–অনটনের সংসারে থাকেন তিনি। গত ছয় মাস ধরে ভাতার টাকা না পেয়ে বেশ বিপাকে পড়েছেন। টাকার জন্য প্রায়ই ব্যাংকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে এই বৃদ্ধাকে।
সোনালী ব্যাংক নাগরপুর শাখায় মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তারের হিসাব নম্বর থেকে জানা যায়, ওই ব্যাংক হিসাব থেকে তিনি সর্বশেষ গত জানুয়ারি মাসে ভাতার টাকা উত্তোলন করেন। এরপর আর কোনো টাকা উত্তোলন করতে পারেননি। ছয় মাস পেরিয়ে গেলেও এর কোনো সমাধানও পাচ্ছেন না তিনি।
এদিকে ভাতার টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে মুক্তিযোদ্ধার পরিবারটি। হাওয়া আক্তার বলেন, দুই ঈদ চলে গেলও নিজে কিছু কিনি নাই, ছেলে মেয়ে ও নাতি-নাতনিদেরও কিছু কিনে দিতে পারি নাই। ব্যাংকে আসলে স্যারেরা শুধু বলেন, টাকা আসে নাই। তারা আমাকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। সেখানে গেলে আজ না কাল আসেন বলে আজ প্রায় ৬ মাস আমাকে ঘোরাচ্ছেন। কেন, কী কারণে ঘোরাচ্ছেন, তাও জানি না। তাই নিরুপায় হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন জানান, শুধু আতোয়ার রহমান নয়, তাঁর মতো আরও প্রায় ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমাকে মৌখিকভাবে ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতার সমস্যার কথা জানিয়েছেন। বিষয়গুলো ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সব মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিরসন করা হবে।
প্রায় ৬ মাস টাঙ্গাইলের নাগরপুরের মৃত বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের স্ত্রী ভাতা পাচ্ছেন না। ৬ মাস ধরে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বারবার ব্যাংক থেকে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। গত সোমবার সোনালী ব্যাংক নাগরপুর শাখায় গিয়েও ফিরে এসেছেন মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তার।
হাওয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আতোয়ার রহমানের (গেজেট নম্বর-৩৫৬৬) স্ত্রী। ছেলের অভাব–অনটনের সংসারে থাকেন তিনি। গত ছয় মাস ধরে ভাতার টাকা না পেয়ে বেশ বিপাকে পড়েছেন। টাকার জন্য প্রায়ই ব্যাংকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে এই বৃদ্ধাকে।
সোনালী ব্যাংক নাগরপুর শাখায় মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তারের হিসাব নম্বর থেকে জানা যায়, ওই ব্যাংক হিসাব থেকে তিনি সর্বশেষ গত জানুয়ারি মাসে ভাতার টাকা উত্তোলন করেন। এরপর আর কোনো টাকা উত্তোলন করতে পারেননি। ছয় মাস পেরিয়ে গেলেও এর কোনো সমাধানও পাচ্ছেন না তিনি।
এদিকে ভাতার টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে মুক্তিযোদ্ধার পরিবারটি। হাওয়া আক্তার বলেন, দুই ঈদ চলে গেলও নিজে কিছু কিনি নাই, ছেলে মেয়ে ও নাতি-নাতনিদেরও কিছু কিনে দিতে পারি নাই। ব্যাংকে আসলে স্যারেরা শুধু বলেন, টাকা আসে নাই। তারা আমাকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। সেখানে গেলে আজ না কাল আসেন বলে আজ প্রায় ৬ মাস আমাকে ঘোরাচ্ছেন। কেন, কী কারণে ঘোরাচ্ছেন, তাও জানি না। তাই নিরুপায় হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন জানান, শুধু আতোয়ার রহমান নয়, তাঁর মতো আরও প্রায় ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমাকে মৌখিকভাবে ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতার সমস্যার কথা জানিয়েছেন। বিষয়গুলো ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সব মুক্তিযোদ্ধার ভাতা জটিলতা নিরসন করা হবে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৮ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৩ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৮ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে