Ajker Patrika

উত্তরায় পিকআপচাপায় পথচারী নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০: ৫৫
উত্তরায় পিকআপচাপায় পথচারী নিহত

রাজধানীর উত্তরায় পিকআপের চাপায় মেহেদী হাসান ওরফে সাহেদ (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষ্মীর এইচ এম প্লাজার সামনে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই যুবক হলেন উত্তরখানের উজামপুর এলাকার শহীদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজলক্ষ্মীর এইচএম প্লাজার সামনে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান পথচারী সাহেদকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে দ্রুত উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন।’ 

তিনি বলেন, ‘ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।’ 

এসআই এমদাদুল হক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত