Ajker Patrika

সেই শিশু তানহা মায়ের জিম্মায়, আদালতে হৃদয়বিদারক দৃশ্য

ফরিদপুর প্রতিনিধি
মায়ের কোলে শিশু তানহা। ছবি: আজকের পত্রিকা
মায়ের কোলে শিশু তানহা। ছবি: আজকের পত্রিকা

দেড় লাখ টাকায় বিক্রি করা ফরিদপুরের সেই শিশু তানহাকে (১৪ মাস) মা পপি বেগমের জিম্মায় দিয়েছেন আদালত। আদালত পরবর্তী শুনানি (২ জুন) পর্যন্ত শিশুটি মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। আজ সোমবার ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির আদালত এই আদেশ দেন।

পরে শিশুটিকে মা পপি বেগমের কোলে তুলে দেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে শিশুটির মা, পালক বাবা–মা ও স্বজনদের কান্নার রোল পড়ে।  

এর আগে গত শনিবার বিকেলে শিশুটিকে ফরিদপুরের র‍্যাব সদস্যরা উদ্ধার করে নগরকান্দা থানায় হস্তান্তর করেন। পরে নির্দেশনা অনুযায়ী আজ আদালতে হাজির করা হয় শিশুটিকে।  

বাদীপক্ষের আইনজীবী মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘বাদী পপি বেগম দীর্ঘদিন ধরে শিশুটিকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। পরে বিজ্ঞ আদালতের আদেশক্রমে র‍্যাব বাচ্চাটিকে উদ্ধার করে নগরকান্দা থানা–পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করে। আদালত ন্যায়বিচারের স্বার্থে শিশুটিকে তার মায়ের জিম্মায় দিয়েছেন। আশা করি, আমরা ন্যায় বিচার পাব।’  

দুগ্ধপোষ্য শিশুকে পেয়ে আবেগাপ্লুত মা পপি বেগম বলেন, ‘আমি আমার কলিজার টুকরাকে ফিরে পেয়েছি। আমি যেন আর হয়রানির শিকার না হই। আদালত যেন আমাকে ফিরিয়ে দেয়।’

এ বিষয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, ‘আজ মামলার ধার্য তারিখ ছিল না, তবে ভিকটিমের নামে সার্চ ওয়ারেন্ট ছিল। দুধের বাচ্চা হওয়ায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত শিশু তানহা মায়ের জিম্মায় থাকবে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা যায়, শিশুটিকে ফিরে পেতে গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন শিশুটির মা পপি বেগম। তবে মামলায় সন্তান বিক্রির বিষয়টি উল্লেখ না থাকলেও জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয় এবং ফিরে পেতে আরজি জানানো হয়। এরপর গত ২৮ এপ্রিল সার্চ ওয়ারেন্টের মাধ্যমে শিশুটিকে উদ্ধারের জন্য নগরকান্দা থানা-পুলিশকে নির্দেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত