Ajker Patrika

লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে যানবাহন কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১: ৪০
লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে যানবাহন কম

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের চলাচল কম। দ্বিতীয় দিনেও সড়কে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রাস্তায় মানুষের চলাচল সীমিত থাকলেও যাঁরা অপ্রয়োজনে গাড়ি নিয়ে বাইরে বের হচ্ছেন, তাঁদের মামলা দিচ্ছে পুলিশ।

শনিবার রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকা ঘুরে দেখা যায়, সড়কে মানুষ এবং যানবাহন অনেক কম। রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে বসানো চেকপোস্টে গিয়ে দেখা যায়, সড়কে মানুষের চলাচল কম থাকলেও ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষ বাইরে বের হচ্ছেন। কিন্তু যাঁরা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন এবং গাড়ির কাগজপত্র ঠিক নেই, পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। কেউ কেউ নিজস্ব গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে বাইরে বের হয়েছেন। পুলিশ তাঁদের বিরুদ্ধেও মামলা দিচ্ছে। 

অনেকেই ব্যক্তিগত গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে বের হয়েছেনএ ছাড়া সড়কে আগের চেয়ে রিকশা চলাচল অনেক কমে গেছে। রিকশায় যাঁরা চলাচল করছেন পুলিশ তাঁদেরও বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে। যৌক্তিক কারণ না হলে পুলিশ রিকশা আটকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। 

রামপুরা চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা বের হচ্ছেন অধিকাংশই কোনো না কোনো জরুরি কাজে বের হচ্ছেন। কিন্তু তাঁদের অনেকের গাড়ির কাগজপত্র ঠিক নেই আবার কেউ ব্যক্তিগত গাড়িতে সরকারি স্টিকার ব্যবহার করছেন। তাই আমরা তাঁদের বিরুদ্ধে মামলা দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত