Ajker Patrika

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর প্রতিবেদন অস্পষ্ট : হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২১: ১৭
র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর প্রতিবেদন অস্পষ্ট : হাইকোর্ট 

নওগাঁয় র‍্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটি যে প্রতিবেদন দাখিল করেছে, তাতে সন্তুষ্ট নন হাইকোর্ট। আদালত বলেন, প্রতিবেদনটি অস্পষ্ট। সুলতানা জেসমিনকে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে কিছু বলা হয়নি। পরে এ বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করা হয়। 

আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ নির্দেশ দেন। 

জেসমিনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গত ২০ আগস্ট দাখিল করা হয়। সেদিন আদালত আদেশের জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। 

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। গত ২২ মার্চ তাঁকে আটক করে র‍্যাব। পরে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক ২৮ মার্চ রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত