Ajker Patrika

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু 

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১০টায় টঙ্গীর বর্ণমালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে মধ্যরাতে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকার রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়েন। 
এ সময় মরদেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মরদেহটির পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মধ্যরাতে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

আজ সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা বলেন, গতকাল রাতে ট্রেন আসার আগেই লাইনে বসে ছিলেন ওই ব্যক্তি। এ সময় স্থানীয়রা তাঁকে রেল লাইন থেকে সরে যেতে বললেও বসে থাকেন তিনি। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ আজ সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

অপরদিকে, আজ সোমবার সকাল সাড়ে ১১টায় টঙ্গী দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় অজ্ঞাত (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

আজ দুপুরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করেছে নিয়ে যায়। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, পৃথক দুইটি ঘটনায় মরদেহ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত