নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর দাপট কমছেই না। গত এক সপ্তাহ ধরে রাজধানীতে প্রতিদিনই ২৫০ এর ওপরে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। অপরদিকে ঢাকার বাইরেও প্রতিদিন প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চলতি মাসের ২৪ দিনে রোগী শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৬ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২৭৬ জন। এদের মধ্যে রাজধানীতে ২৪৩ জন এবং বাইরে ৩৩ জন। এদিকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯১৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৫৮ জন। চলতি বছরের শেষ দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪ জনসহ মোট ৭৩ জন। সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও এর আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হলো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।
গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন।
রাজধানীর দুটি সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে গত রোববার এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর-১০, কাজীপাড়া, মহাখালী ও নিকেতন।
দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাবরেটরি, আরকে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টো রোড, বেইলি রোড, আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশাল।
ডেঙ্গুর দাপট কমছেই না। গত এক সপ্তাহ ধরে রাজধানীতে প্রতিদিনই ২৫০ এর ওপরে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। অপরদিকে ঢাকার বাইরেও প্রতিদিন প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চলতি মাসের ২৪ দিনে রোগী শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৬ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২৭৬ জন। এদের মধ্যে রাজধানীতে ২৪৩ জন এবং বাইরে ৩৩ জন। এদিকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯১৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৫৮ জন। চলতি বছরের শেষ দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪ জনসহ মোট ৭৩ জন। সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও এর আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হলো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।
গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন।
রাজধানীর দুটি সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে গত রোববার এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর-১০, কাজীপাড়া, মহাখালী ও নিকেতন।
দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাবরেটরি, আরকে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টো রোড, বেইলি রোড, আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশাল।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে