নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বঙ্গবাজারের একটি দোকানের বিক্রয়কর্মীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে আল আমিন নামের ওই বিক্রয়কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁর ভাই রমজান আলী।
রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ১টা ২০ মিনিটে ১০-১২ জনের একটি দল এসে আমার ছোট ভাই আল আমিনকে তুলে নিয়ে যায় ৷ তারা কারা জানতে চাইলে, ডিবি পরিচয় দেয়৷’
কী কারণে তুলে নিয়ে গেছে জিজ্ঞেস করেছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে রমজান বলেন, ‘আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য জানার জন্য আল আমিনকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভয়ের কিছু নাই।’
আল আমিন নিউ সেক্রেটারিয়েট সড়কের একটি ভবনের সাততলায় ভাড়া থাকেন। তাঁর সঙ্গে থাকেন মা-বাবা ও ভাই রমজান। তাঁদের গ্রামের বাড়ি বিক্রমপুরে। আল আমিন ও রমজানেরা পাঁচ ভাই। এক ভাই সৌদিতে থাকেন। বাকি দুজন বিক্রমপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকেন বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে।
তুলে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিনকে তুলে নিয়ে যাওয়ার সময় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে। সেই গাড়িতে ‘জরুরি বিদ্যুৎ’ লেখা ছিল।
আল আমিনকে তুলে নেওয়ার ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু স্বীকার করেনি। তবে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্তকাজ চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ চলছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এই হামলার সঙ্গে যুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।’
ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে বংশাল থানায়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অন্তত ২৫০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মী ও কার্যালয়ে হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষার সময় পুলিশের ওপরও হামলা হয়। এমন অভিযোগে বংশাল থানায় অজ্ঞাতনামা অন্তত ৩৫০ জনকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় আরও সাতটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বাকি ছয়টি জিডি করেছে বঙ্গবাজার কমপ্লেক্স ও পার্শ্ববর্তী মার্কেটগুলোর ক্ষতিগ্রস্ত দোকানিরা। ব্যবসায়ীরা মামলা করেছেন তাঁদের ইনস্যুরেন্স ক্লেইম করার জন্য। জিডির তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
রাজধানীর বঙ্গবাজারের একটি দোকানের বিক্রয়কর্মীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে আল আমিন নামের ওই বিক্রয়কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁর ভাই রমজান আলী।
রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ১টা ২০ মিনিটে ১০-১২ জনের একটি দল এসে আমার ছোট ভাই আল আমিনকে তুলে নিয়ে যায় ৷ তারা কারা জানতে চাইলে, ডিবি পরিচয় দেয়৷’
কী কারণে তুলে নিয়ে গেছে জিজ্ঞেস করেছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে রমজান বলেন, ‘আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য জানার জন্য আল আমিনকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভয়ের কিছু নাই।’
আল আমিন নিউ সেক্রেটারিয়েট সড়কের একটি ভবনের সাততলায় ভাড়া থাকেন। তাঁর সঙ্গে থাকেন মা-বাবা ও ভাই রমজান। তাঁদের গ্রামের বাড়ি বিক্রমপুরে। আল আমিন ও রমজানেরা পাঁচ ভাই। এক ভাই সৌদিতে থাকেন। বাকি দুজন বিক্রমপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকেন বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে।
তুলে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিনকে তুলে নিয়ে যাওয়ার সময় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে। সেই গাড়িতে ‘জরুরি বিদ্যুৎ’ লেখা ছিল।
আল আমিনকে তুলে নেওয়ার ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু স্বীকার করেনি। তবে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্তকাজ চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ চলছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এই হামলার সঙ্গে যুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।’
ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে বংশাল থানায়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অন্তত ২৫০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মী ও কার্যালয়ে হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষার সময় পুলিশের ওপরও হামলা হয়। এমন অভিযোগে বংশাল থানায় অজ্ঞাতনামা অন্তত ৩৫০ জনকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় আরও সাতটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বাকি ছয়টি জিডি করেছে বঙ্গবাজার কমপ্লেক্স ও পার্শ্ববর্তী মার্কেটগুলোর ক্ষতিগ্রস্ত দোকানিরা। ব্যবসায়ীরা মামলা করেছেন তাঁদের ইনস্যুরেন্স ক্লেইম করার জন্য। জিডির তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
৬ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
৬ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
৬ ঘণ্টা আগে