Ajker Patrika

‘আতঙ্ক থাকলেও নিউমার্কেটই মধ্যবিত্তদের ভরসা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আতঙ্ক থাকলেও নিউমার্কেটই মধ্যবিত্তদের ভরসা’

আগামি মঙ্গলবার বরিশালে যাবেন তামান্না তাসনিম। যাওয়ার আগে এবারের ইদের বাকি কেনাকাটা সেরে ফেলার জন্য দুপুরে নিউমার্কেটের দিকে এসেছেন তিনি। তামান্না বলেন, ‘দুই দিন ধরে অনেক গ্যাঞ্জাম হচ্ছে জানি। তাও সকালে যখন শুনলাম দোকান খুলেছে তখন কিছুটা সময় নিয়েই সিদ্ধান্ত নেই এখানে আসার। দেশের বাড়ি দুই বারই যাওয়া হয়। ইদ অনেক আনন্দের উৎসব তাই একেবারে খালি হাতে বাড়ি ফিরতে খারাপ লাগে।’ 

অনেকেই বাড়ি ফেরার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছেন। নিউমার্কেট দুই দিন বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি ভুগতে হয়েছে ক্রেতাদেরও। 

চাকরিজীবী সুদিপ্তা জানালেন অনেক কারণেই ইদের কেনাকাটা করে ওঠা হয়নি। মাত্র প্রস্তুতি নিচ্ছিলেন কেনাকাটার। এরই মধ্যে নিউমার্কেট বন্ধ। আজ খোলা আছে জেনে কিছুটা ভয় নিয়ে, পরিবারকে না জানিয়েই চলে এসেছেন নিউমার্কেট এলাকাতে। 

সুদিপ্তা বলেন, মধ্যবিত্তদের জন্য নিউমার্কেটই ভরসা। ইদ বলুন আর যেকোনো উৎসব বলুন, যেকোনো প্রয়োজনে আমরা এখানেই আসি। ইদে একটা জামা একটু দামি থাকে, পাশাপাশি কিছু আনুষঙ্গিক কেনাকাটা থাকে যার জন্য আমরা নিউমার্কেটকেই ভরসা করি। আমরা যারা আজ এখানে এসেছি তারা আতঙ্ক নিয়ে প্রয়োজন মেটাতেই এসেছি। 

সকাল থেকে দোকান খুললেও তেমন ক্রেতা পাচ্ছেন না বলে দাবি বিক্রেতাদের। অনেকেই দাবি করছেন গত দুই দিনের ঘটনায় জড়িতদের পাশাপাশি যারা জড়িত ছিলেন না তাদের ক্ষতি হয়েছে দ্বিগুণ। তাদের দাবি এমন অনেক ব্যবসায়ী আছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু দোকান বন্ধ রাখতে হয়েছে। এর প্রভাব আরও দুই তিন দিন থাকবে বলে মনে করছেন তারা। নিউমার্কেটের আশপাশের দোকানগুলোর বেচাকেনার মধ্যেও এই অবস্থার প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা। 

বিক্রেতা সবুজ আহমেদ জানান, ক্রেতারা আতঙ্কিত। এমন অনেকেই আছেন যাদের সঙ্গে বেচাকেনা সূত্রে আমাদের পরিচয় ভালো ছিল। তারাও এখন অনেকেই অনাগ্রহী হয়ে পড়েছেন। ইদের বাজারে এমন সময় বেচাকেনার আরও একটা সম্ভাবনা তৈরি হয়। ইদে বাড়ি যাওয়ার আগে, বেতন বোনাস হলে অনেকেই কিনতে আসে। কিন্তু এই ঘটনার পর মানুষের স্বাভাবিক হতেই সময় লাগবে। আগের দুই দিনের সঙ্গে আরও দুই দিন যোগ করেন। তারপর তো ২৫ তারিখ থেকে সবাই বাড়িই ফিরবে। আর কীভাবে হবে বেচাকেনা। 

তবে আশা হারাচ্ছেন না বিক্রেতারা। ইদে বাড়ি ফেরার আগে অনেকেই বাকি থাকা ইদের কেনাকাটা করেই বাড়ি ফিরবেন বলে আশা রাখছেন তারা। বিক্রেতারা জানান, ছুটির দিন ছাড়া দুপুরে আর ইফতারের পরের তুলনামূলক ভিড় বেশি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত