Ajker Patrika

জাহাঙ্গীরনগরে বাড়ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে বাড়ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাড়ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা। এখানকার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন গড়ে সাত-আটজন ডেঙ্গু পরীক্ষার করছেন। এদের মধ্যে গড়ে তিন-চারজনের শরীরে শনাক্ত হচ্ছে ডেঙ্গু। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ল্যাব ইনচার্জ নাইমুল ইসলাম।

এ বিষয়ে নাইমুল ইসলাম বলেন, ‘গত অক্টোবর মাসে পরীক্ষা করতে আসা ব্যক্তিদের ৩০ জনের বেশি ডেঙ্গু পজিটিভ। প্লাটিলেট সংখ্যার ভিত্তিতে এই শতাধিক হবে। নভেম্বরের এই দশদিনেই ২৫ এর অধিক আক্রান্ত হয়েছে। ধীরে ধীরে সংখ্যাটি বাড়ছে। আবার আক্রান্তদের ৮০ শতাংশই শিক্ষার্থী। তবে আক্রান্তদের মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের আত্মীয়স্বজনও রয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন আবাসিক হলের প্রথম বর্ষের ছাত্র সেজান মোহাম্মদ বলেন, ‘আমাদের গণরুমে এমনিতেই অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত। এ অবস্থায় আমরা শঙ্কার মধ্যেই আছি।’

এ ব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘শিক্ষার্থীদের অবজ্ঞা করার একটা মানসিকতা প্রশাসন বারবার দেখিয়ে আসছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে বরাবরই উদাসীন তারা। ক্যাম্পাসের পুকুর-ডোবাগুলো খুব একটা সংস্কারও করা হচ্ছে না। নামমাত্র দুই-একবার স্প্রে করেই থেকে যাচ্ছেন তারা। মশা তাড়িয়ে দিয়ে তো কোনো লাভ নেই, মশা নিধনের ব্যবস্থা করতে হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, ‘নিয়মিত ডোবা-ড্রেন-নর্দমা পরিষ্কার রাখতে এস্টেট শাখা কাজ করে যাচ্ছে। পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা যেন লার্ভা সৃষ্টির সুযোগ না পায় সে কাজটিও করে যাচ্ছি। এ ছাড়াও নিয়মিত স্প্রে করার কাজটিও চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত