Ajker Patrika

ধর্ষণ করতে গিয়ে ‘বিশেষ অঙ্গ’ হারালেন যুবক

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২২: ০৭
ধর্ষণ করতে গিয়ে ‘বিশেষ অঙ্গ’ হারালেন যুবক

ধর্ষণ থেকে বাঁচতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শাহ আলম নামের এক যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছেন এক গৃহবধূ ও তাঁর স্বজনেরা। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূর ঘরে এই ঘটনা ঘটে। এরপর আহত ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরেন। এরপর তাঁর মেয়ে, মেয়ের জামাতা একত্র হয়ে শাহ আলমকে বেঁধে তাঁর বিশেষ অঙ্গ কেটে দেন। এরপর আহত যুবক শাহ আলমকে প্রথমে মদনপুর এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে শাহ আলম তাঁকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে শাহ আলমকে বারবার সতর্ক করেছিলেন ভুক্তভোগী। এতে তিনি রাজি না হওয়ায় গতকাল রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে শাহ আলম তাঁকে জাপটে ধরেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাহ আলম পালিয়ে যান। 

এদিকে আহত শাহ আলম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে ওই গৃহবধূ ও তাঁর লোকজন আমাকে বেঁধে আমার “বিশেষ অঙ্গ” কেটে দিয়েছে।’ 
 
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত