Ajker Patrika

হরতাল প্রত্যাহারের দাবি দোকান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হরতাল প্রত্যাহারের দাবি দোকান মালিক সমিতির

ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার বাম রাজনৈতিক দলগুলোর ডাকা অর্ধ-দিবস হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ শুক্রবার সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে যে হরতাল আহ্বান করা হয়েছে, তাতে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে পড়বে। এতে করে ভোগ্যপণ্যের দাম আরও বাড়বে। তাই দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। 

তিনি আরও বলেন, করোনার কারণে গত দুই বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা অত্যন্ত করুন। দুটি ঈদ ও রোজা তারা উদ্‌যাপন করতে পারেনি। 

তা ছাড়া আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ গণ টিকার শেষ দিন। হরতালের কারণে গণ টিকা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। সার্বিক দিক বিবেচনা করে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না দিয়ে, অন্য কোনো কর্মসূচি দিলে ব্যবসায়ীদের কোনো আপত্তি থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত