Ajker Patrika

যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, হ্যালো বাইকে বাড়ছে দুর্ঘটনা

হরিরামপুর (মানিকগঞ্জ), প্রতিনিধি
যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, হ্যালো বাইকে বাড়ছে দুর্ঘটনা

মানিকগঞ্জের হরিরামপুরে হ্যালো বাইকের দুপাশ দিয়েই যাত্রী ওঠা-নামা করায় বাড়ছে দুর্ঘটনা। অথচ মানিকগঞ্জ শহরের হ্যালো বাইকের একপাশ দিয়ে যাত্রী ওঠা-নামা, আর অন্য পাশে লোহার রড বা স্টিলের পাইপ দিয়ে আটকানো থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিরামপুর থেকে ঝিটকা, ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা, লাউতা-লেছড়াগঞ্জ থেকে বেউথা চলাচলকারী এবং হরিরামপুর থেকে বলড়া-বালিরটেক চলাচলকারী সকল হ্যালো বাইকে দুপাশ দিয়ে যাত্রী ওঠানো এবং নামানো হচ্ছে। উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠানো এবং নামানোর সময় মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে যাত্রী নামানোর সময় পেছন বা সামনে দিয়ে মোটর সাইকেলসহ গাড়ি চলে আসলে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।

এ বিষয়ে কাণ্ঠাপাড়া বাজারে সঞ্জয় ফার্মেসির মালিক সঞ্জয় শীল বলেন, 'হ্যালো বাইকের উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠা নামা করায় জ্যামের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। দ্রুত সময়ের মধ্যে উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠানো নামানো বন্ধ করা উচিত।' 

হ্যালো বাইক চালক আব্দুস সামাদ বলেন, 'মানিকগঞ্জ শহরের হ্যালো বাইকে একপাশ দিয়ে যাত্রী ওঠা নামা করতে পারে। কিন্তু আমাদের এখানে দুপাশ দিয়ে যাত্রী ওঠানো–নামানো হয়। আমরা যাত্রীদের উল্টো পাশ দিয়ে নামতে সব সময় নিষেধ করি।'

হরিরামপুর অটো মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম বলেন, 'শিগগিরই প্রত্যেক হ্যালো বাইকের ডান পাশ স্টিলের পাইপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। তাহলে এক পাশ দিয়ে যাত্রী ওঠা নামা করতে পারবে।' 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'অটো মালিক সমিতির সভাপতিকে ডেকে ব্যবস্থা গ্রহণ করতে বলব।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত