Ajker Patrika

নারায়ণগঞ্জের ফতুল্লায় দগ্ধ দুজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় দগ্ধ দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুজন মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে ও আজ সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁরা মারা যান। মৃতরা হলেন জজ মিয়া (৫০) ও আলম (৪০)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

আইউব হোসেন জানান, জজ মিয়ার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। আর আলম শরীরের শতভাগ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি ছিল। গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।

আইউব হোসেন বলেন, ‘এই ঘটনায় আরও ৩ জন ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর।’

এর আগে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ফতুল্লার পাগলার আলীগঞ্জে ঘটনাটি ঘটে। এরপর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বর্তমানে হাসিনা মমতাজ (৪৭) শরীরের ৬৬ শতাংশ, আসমা বেগম (৪৫) ৪১ শতাংশ, ও হাফসা আক্তার (৬) ১৬ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাঁদের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার আলীগঞ্জে। সবার বাসা পাশাপাশি। একই বাড়ির ট্রাকমালিক আব্দুল বাতেন দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখেন। গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিলে সেখান থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় দগ্ধ আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের পাশে ফেলে দিলে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়। সেই আগুনের ফুলকি কয়েকটি বাড়ির মধ্যে চলে যায়। এতে তাঁরা দগ্ধ হন। 

প্রতিবেশী ফাতেমা আক্তার বলেন, ‘আমাদের সবার বাসা পাশাপাশি। বাতেনের একটি ট্রাক আছে। সেই ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার বাসার পাশেই রাখা ছিল। ওই সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হচ্ছিল। আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের কাছে ফেলেন। তখনই গ্যাসের আগুন ফুলকি দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ট্রাকচালক বাতেনের স্ত্রী আসমাসহ ৭ জন দগ্ধ হন। পরে তাঁদের দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত