Ajker Patrika

ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৪
ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে: আইজিপি

বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশও কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে গুরুতর আহত পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে যান পুলিশের এই মহাপরিদর্শক। ভারতে উন্নত চিকিৎসা শেষে রাজ্জাককে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘুমধুম সীমান্ত এলাকার ভয়াবহ পরিস্থিতির কারণে স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে আছে, সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত আহত হয়ে যাঁরা আমাদের দেশে এসেছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা সরকার করেছে। বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন, সবাই মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত আছেন।’ 

সীমান্ত এলাকায় মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। এখন তাঁরা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘কে মর্টার শেল নিক্ষেপ করেছে তা এখনো সুনিশ্চিত নয়। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাতনামা। তদন্তে যাদের নাম আসবে, পরবর্তী সময়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সীমান্তের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের কী নির্দেশনা আছে সে বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তার ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক অবস্থায় আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনে যে সহযোগিতা চাইছে, আমরা সেই সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধিসহ পেট্রল বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সব সংস্থা দায়িত্ব পালন করছে।’ 

এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি রেজাউল হায়দারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত