নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ট্রাফিক সমস্যা নিরসনে একযোগে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। যানজট সমস্যা দূর করতে ট্রাফিক পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে জাপানিজ এই সংস্থা। আজ মঙ্গলবার ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, ‘নগরবাসীর ট্রাফিক সমস্যা কিছুটা হলেও যেন দূর করতে পারি, তার অংশ হিসেবে আমাদের উন্নয়ন সহযোগী জাইকার সঙ্গে এক হয়ে ডিএমপি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি, ট্রাফিক কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান। পাশাপাশি ডেটা সংগ্রহ, বিশ্লেষণও চলছে।
গত দুই বছর ধরে এই কাজ চলমান উল্লেখ করে ডিএমপির যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘এখন যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে, ঢাকাবাসীর মধ্যে সামগ্রিকভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সচেতনতা সৃষ্টি করা। রোড সেফটি, রোড ব্যবহার ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য জাইকা মডেল হিসেবে কাজ করে যাচ্ছে।’
ডিএমপি ট্রাফিকের এই কর্মকর্তা আরও বলেন, ‘জাইকার সহযোগিতায় ডেটা অ্যানালাইসিস করে কোন জায়গায় যানজট বেশি হচ্ছে এবং কোন জায়গায় দুর্ঘটনা বেশি হচ্ছে—এসব বিষয়ে বিশ্লেষণ করে সেসব জায়গায় আমরা গুরুত্ব আরোপ করছি। কিছুদিন আগে ডিএমপির ট্রাফিক বিভাগের ১৩ জন পুলিশ সদস্য জাপান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছে। জাপান ১৯৬০-এর দশক থেকে শিশুদের মধ্যে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো তৈরি করেছে। আমরাও এখন শিশুদের ভেতরে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো প্রবেশ করানোর জন্য কাজ করছি।’
সংবাদ সম্মেলনে জাইকার দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাজধানীতে ট্রাফিক সমস্যা নিরসনে একযোগে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। যানজট সমস্যা দূর করতে ট্রাফিক পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে জাপানিজ এই সংস্থা। আজ মঙ্গলবার ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, ‘নগরবাসীর ট্রাফিক সমস্যা কিছুটা হলেও যেন দূর করতে পারি, তার অংশ হিসেবে আমাদের উন্নয়ন সহযোগী জাইকার সঙ্গে এক হয়ে ডিএমপি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি, ট্রাফিক কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান। পাশাপাশি ডেটা সংগ্রহ, বিশ্লেষণও চলছে।
গত দুই বছর ধরে এই কাজ চলমান উল্লেখ করে ডিএমপির যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘এখন যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে, ঢাকাবাসীর মধ্যে সামগ্রিকভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সচেতনতা সৃষ্টি করা। রোড সেফটি, রোড ব্যবহার ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য জাইকা মডেল হিসেবে কাজ করে যাচ্ছে।’
ডিএমপি ট্রাফিকের এই কর্মকর্তা আরও বলেন, ‘জাইকার সহযোগিতায় ডেটা অ্যানালাইসিস করে কোন জায়গায় যানজট বেশি হচ্ছে এবং কোন জায়গায় দুর্ঘটনা বেশি হচ্ছে—এসব বিষয়ে বিশ্লেষণ করে সেসব জায়গায় আমরা গুরুত্ব আরোপ করছি। কিছুদিন আগে ডিএমপির ট্রাফিক বিভাগের ১৩ জন পুলিশ সদস্য জাপান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছে। জাপান ১৯৬০-এর দশক থেকে শিশুদের মধ্যে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো তৈরি করেছে। আমরাও এখন শিশুদের ভেতরে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো প্রবেশ করানোর জন্য কাজ করছি।’
সংবাদ সম্মেলনে জাইকার দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে