Ajker Patrika

রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ক্লিনিক মালিককে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ক্লিনিক মালিককে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে রক্ত পরীক্ষা করতে অতিরিক্ত ফি নেওয়ায় এক ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর এক ক্লিনিক মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা। 

সূচী রানী সাহা জানান, জামুর্কীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের নানাভাবে প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা পাশের বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নিচ্ছে। এমন অভিযোগে আজ দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়। আটকের খবর জানতে পেয়ে পাশের আলতাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলতাব হোসেন (৬২) তাদেরকে সেখান থেকে সটকে পড়ার ইঙ্গিত দেন। বিষয়টি নজরে আসলে আলতাব হোসেনকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এদিকে রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার কারণে একই এলাকার তাজ ক্লিনিকের মালিক আশিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অসময়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করায় ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুচী রানী সাহা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত