Ajker Patrika

পুলিশের কারণে অল্পের জন্য টাকা বাঁচল গরু ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের কারণে অল্পের জন্য টাকা বাঁচল গরু ব্যবসায়ীর

মঙ্গলবার বেলা পৌনে দুইটা। ঈদের আগের দিন। রাজধানীর ছাড়ছেন অসংখ্য মানুষ। যানজট, কোরবানির পশুর হাট সব মিলিয়ে দম ফেলার নেই ট্রাফিক পুলিশের।

সাভার আমিনবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিকের সহকারী উপ-পুলিশ পরিদর্শক জয়নাল। খবর আসে আমিনবাজার ব্রিজের কাছে লঞ্চ ঘাট এলাকায় একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। তাৎক্ষণিক সঙ্গে থাকা ফোর্সসহ সেখানে পৌঁছান এবং দেখতে পান প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন একজন। বারবার বিড়বিড় করে বলছিলেন গরু ব্যবসায়ী শব্দটি।

দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন জয়নাল। কিছুটা সুস্থ হয়ে উঠলে জানা যায় ওনার নাম কোব্বাত আলী। বাড়ি মানিকগঞ্জের দরদ গ্রাম বলে জানান তিনি। কথাবার্তার একপর্যায়ে কোব্বাত আলী জানান, তার সঙ্গে দেড় লাখের বেশি টাকা আছে।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, উপস্থিত মানুষের সামনে গুনে দেখা যায় সেখানে আছে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। গরু বিক্রি করে ফেরার সময় তিনি কীভাবে অজ্ঞান হলেন তা বলতে পারছিলেন না।

পরে পুলিশের পক্ষ থেকে গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্রে বিষয়টি জানানো হয়। মাইকে ঘোষণার পর খোঁজ পাওয়া যায় কোব্বাতের মেয়ের জামাই মোখলেসের। তিনি তথ্যকেন্দ্রে আসার পর গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক (টিআই) কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে টাকা বুঝিয়ে দেন। সুস্থ হয়ে পুলিশকে ধন্যবাদ দিয়ে নিরাপদে বাড়ি ফিরে গেছেন কোব্বাত আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত