Ajker Patrika

মিছিল নিয়ে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৬: ৫৯
মিছিল নিয়ে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিকল্প মূল্যায়নের দাবিতে সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের ৫ নম্বর ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। 

বর্তমানে শিক্ষার্থীরা ৬ নম্বর ফটক ও অর্থ ভবনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে বিক্ষোভ করছেন। তাঁরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে’; ‘দাবি হালকাভাবে নিলে, গদি যাবে চলে’; ‘আমার ভাই হাসপাতালে, আমরা কেন পরীক্ষার হলে’ নানা স্লোগান দিচ্ছেন। 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেছেন। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক চলমান রয়েছে।

শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করার পর জিপিও ও পল্টনের মাঝামাঝি মুক্তাঙ্গনের পাশের ফটকটি বন্ধ করে দেওয়া হয়। পরে তাঁরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা। তাঁরা সেখানে পালাক্রমে একেকজন বক্তৃতা দিচ্ছেন। তাঁরা বলছেন, ‘কোনো শর্তেই আমরা পরীক্ষার হলে বসতে চাই না।’ 

বিকল্প মূল্যায়নের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ে অবস্থান নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা সচিবালয়ের ফটকে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা কোনো নির্দেশনা পাননি। 

শিক্ষার্থীদের দাবি, তারা ‘অটো পাস’ চান না। তবে যে সাতটি বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর প্রাপ্ত নম্বর গড় করে ফলাফল প্রকাশ করতে হবে। 

বিকল্প মূল্যায়নের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ে অবস্থান নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো।মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ভবনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত