ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিসসহ ভেঙে ফেলা হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কিছু কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকসের মালিক মাসুদ খান লাল্টুকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা ভেঙে দেওয়া হবে। একবার যেগুলো ভাঙা হয়েছিল কিন্তু পুনরায় নতুন করে চালু করেছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা-পুলিশ এবং ধামরাই ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিসসহ ভেঙে ফেলা হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কিছু কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকসের মালিক মাসুদ খান লাল্টুকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা ভেঙে দেওয়া হবে। একবার যেগুলো ভাঙা হয়েছিল কিন্তু পুনরায় নতুন করে চালু করেছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা-পুলিশ এবং ধামরাই ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৩ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩১ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৬ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৯ মিনিট আগে