Ajker Patrika

দেশের বৃহত্তম পর্যটন মেলা শুরু ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বৃহত্তম পর্যটন মেলা শুরু ফেব্রুয়ারিতে

বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার (বিটিটিএফ) আগামী ৩-৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবার বসছে এই মেলার দশম আসর। আয়োজক হিসেবে রয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ টুরিজম বোর্ড, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ টুরিস্ট পুলিশ।

পর্যটন মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার টোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির পরিচালক আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, বিটিটিএফ-২০২২ মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে বিনা মূল্যে মেলায় ঢুকতে পারবে। মেলায় প্রবেশ টিকিটের বিপরীতে রয়েছে র‍্যাফেল ড্র। তিন দিনের এ মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশি-বিদেশি ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্ট, টুরিজম অথোরিটি, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানিসহ আরও অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি বাংলাদেশ টুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য মো. রাফেউজ্জামান টোয়াবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সিবলুল আজম কোরাইসী, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত