Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে দুই তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪: ০৬
শাহজালাল বিমানবন্দরে দুই তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে বুধবার সকাল ১০টা ১২ মিনিটে শাহজালাল বিমানবন্দরের ৩ নম্বর টার্নিমালে দুটি তেলবাহী গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের দায়িত্বরত এই কর্মকর্তা।

তৃতীয় টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলামও আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন আর সমস্যা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত