বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতে ভোটকেন্দ্র পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগান থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে শুক্রবার রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন। রাত অনুমান সাড়ে ৩টার দিকে রনজিৎ স্কুলের পেছনের টয়লেটে যান। প্রায় আধা ঘণ্টা পরেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পাওয়ায় বিষয়টি স্কুল-সংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস সেখকে ঘুম থেকে ডেকে তুলে জানান। দুজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠের গাছের বাগানে গ্রাম পুলিশের লাশ আবিষ্কার করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবির ওসি মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক কায়সার খান নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নিহতের ছেলে রাতুল দেকে গ্রাম পুলিশে চাকরির আশ্বাস দেন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতে ভোটকেন্দ্র পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগান থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে শুক্রবার রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন। রাত অনুমান সাড়ে ৩টার দিকে রনজিৎ স্কুলের পেছনের টয়লেটে যান। প্রায় আধা ঘণ্টা পরেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পাওয়ায় বিষয়টি স্কুল-সংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস সেখকে ঘুম থেকে ডেকে তুলে জানান। দুজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠের গাছের বাগানে গ্রাম পুলিশের লাশ আবিষ্কার করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবির ওসি মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক কায়সার খান নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নিহতের ছেলে রাতুল দেকে গ্রাম পুলিশে চাকরির আশ্বাস দেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১১ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
৩২ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে