বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতে ভোটকেন্দ্র পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগান থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে শুক্রবার রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন। রাত অনুমান সাড়ে ৩টার দিকে রনজিৎ স্কুলের পেছনের টয়লেটে যান। প্রায় আধা ঘণ্টা পরেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পাওয়ায় বিষয়টি স্কুল-সংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস সেখকে ঘুম থেকে ডেকে তুলে জানান। দুজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠের গাছের বাগানে গ্রাম পুলিশের লাশ আবিষ্কার করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবির ওসি মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক কায়সার খান নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নিহতের ছেলে রাতুল দেকে গ্রাম পুলিশে চাকরির আশ্বাস দেন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতে ভোটকেন্দ্র পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগান থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে শুক্রবার রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন। রাত অনুমান সাড়ে ৩টার দিকে রনজিৎ স্কুলের পেছনের টয়লেটে যান। প্রায় আধা ঘণ্টা পরেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পাওয়ায় বিষয়টি স্কুল-সংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস সেখকে ঘুম থেকে ডেকে তুলে জানান। দুজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠের গাছের বাগানে গ্রাম পুলিশের লাশ আবিষ্কার করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবির ওসি মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক কায়সার খান নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নিহতের ছেলে রাতুল দেকে গ্রাম পুলিশে চাকরির আশ্বাস দেন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে