Ajker Patrika

উত্তরায় যাত্রীবেশে বাসে উঠে আগুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১: ৫৬
উত্তরায় যাত্রীবেশে বাসে উঠে আগুন

রাজধানীর উত্তরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ৭টা ৪ মিনিটে আজমপুরে বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিএমপির বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারিনি। যে বা যারাই আগুন লাগিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আজমপুরের পথচারীরা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টার দিকে পরিস্থান পরিবহনের (ঢাকা মেট্রো ১১-৯১৭৫) বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।’

এর আগে সকাল সাড়ে ৬টায় উত্তরার সুইসগেট এলাকায় বিএনপি ও উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩২ নম্বর সড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত