Ajker Patrika

কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মী দেখে ‘বিরক্ত’ জবি উপাচার্য

জবি প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ২১: ৫১
কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মী দেখে ‘বিরক্ত’ জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি দেওয়ার সংবাদ সংগ্রহ করতে যান গণমাধ্যমকর্মীরা। এ সময় তাঁদের বের করে দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এ সময় উপাচার্য কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আপনারা এখানে কেন? এখানে তো শুধু শিক্ষার্থীরা থাকবে।’ 

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা আনছেন গণমাধ্যমকে? গণমাধ্যম বের হলে আমি প্রবেশ করব।’ 

সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাওয়া হলে উপাচার্য বলেন, ‘আমি সেটা পরবর্তীতে বিবেচনা করব।’ পরে সব গণমাধ্যমকর্মী কনফারেন্স রুম থেকে বের হয়ে আসেন। 

এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, ‘উপাচার্য সুন্দর করে বলতে পারতেন। তিনি এভাবে অপমান করতে পারেন না। তাই উপাচার্যের বক্তব্য বয়কট করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত