নারায়ণগঞ্জ প্রতিনিধি
হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে তাঁর অনুসারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও পটকার বিস্ফোরণ ঘটায়।
আজ শুক্রবার সকালে শহরের বিবি রোডের কালীবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি।’
সাবেক মেয়র আরও বলেন, ‘যখনই নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে, তখনই প্রতিবাদ করেছি। কোনো অপরাধ না করে অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য।’ তিনি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান।
এর আগে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভীর বাড়িতে অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করা হয়। এর পর থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।
হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে তাঁর অনুসারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও পটকার বিস্ফোরণ ঘটায়।
আজ শুক্রবার সকালে শহরের বিবি রোডের কালীবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি।’
সাবেক মেয়র আরও বলেন, ‘যখনই নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে, তখনই প্রতিবাদ করেছি। কোনো অপরাধ না করে অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য।’ তিনি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান।
এর আগে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভীর বাড়িতে অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করা হয়। এর পর থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে আসে। পরে ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়।
১৭ মিনিট আগেশেরপুরের নকলায় শামছুর রহমান আবুল (৬৫) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) ভোররাতে নকলা পৌরসভার জালালপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নকলা থানা–পুলিশ।
১৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
২৫ মিনিট আগেঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (৯ মে) তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে