শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদরে ছাত্রী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছিল একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে আজ শুক্রবার বেলা ১২টার দিকে সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখা। জেলা সদরের সুবচনী উচ্চ বিদ্যালয়ের সুরভি আক্তার নামে দশম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট রুদ্রকর ইউনিয়নের চর লক্ষ্মীনারায়ণ গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করে দশম শ্রেণির শিক্ষার্থী সুরভি আক্তার। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে পালং মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন সুরভির বাবা জাহাঙ্গীর ওঝা।
নিহতের পরিবারের অভিযোগ, একই শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠী আল আমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুরভির। বিষয়টি জানতে পেরে আল আমিনের মা পারভীন বেগম ও ভাই পারভেজ তালুকদার বিদ্যালয়ের গিয়ে সুরভিকে জুতাপেটা করেন। পরে প্রধান শিক্ষক নাসির উদ্দিন সুরভিকে গালমন্দ করে টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। আল আমিনের মা ও ভাই সুরভিদের বাড়ি গিয়ে পুনরায় গালাগালি করেন। বিষয়টি সহ্য করতে না পেরে ওই দিন দুপুরে আত্মহত্যা করে সুরভি। এ ঘটনায় সুরভির বাবা জাহাঙ্গীর ওঝা আল আমিন, তার ভাই পারভেজ, মা পারভীন ও প্রধান শিক্ষক নাসির উদ্দিনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলা প্রত্যাহারের দাবিতে জেলা শহরের আঙ্গারিয়া-মনোহরবাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির চার শতাধিক শিক্ষক। মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ ওই সড়কে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক সমিতির নেতারা। মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত করে মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিকদারের নাম প্রত্যাহারের দাবি জানান শিক্ষকেরা।
শরীয়তপুর সদরে ছাত্রী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছিল একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে আজ শুক্রবার বেলা ১২টার দিকে সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখা। জেলা সদরের সুবচনী উচ্চ বিদ্যালয়ের সুরভি আক্তার নামে দশম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট রুদ্রকর ইউনিয়নের চর লক্ষ্মীনারায়ণ গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করে দশম শ্রেণির শিক্ষার্থী সুরভি আক্তার। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে পালং মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন সুরভির বাবা জাহাঙ্গীর ওঝা।
নিহতের পরিবারের অভিযোগ, একই শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠী আল আমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুরভির। বিষয়টি জানতে পেরে আল আমিনের মা পারভীন বেগম ও ভাই পারভেজ তালুকদার বিদ্যালয়ের গিয়ে সুরভিকে জুতাপেটা করেন। পরে প্রধান শিক্ষক নাসির উদ্দিন সুরভিকে গালমন্দ করে টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। আল আমিনের মা ও ভাই সুরভিদের বাড়ি গিয়ে পুনরায় গালাগালি করেন। বিষয়টি সহ্য করতে না পেরে ওই দিন দুপুরে আত্মহত্যা করে সুরভি। এ ঘটনায় সুরভির বাবা জাহাঙ্গীর ওঝা আল আমিন, তার ভাই পারভেজ, মা পারভীন ও প্রধান শিক্ষক নাসির উদ্দিনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলা প্রত্যাহারের দাবিতে জেলা শহরের আঙ্গারিয়া-মনোহরবাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির চার শতাধিক শিক্ষক। মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ ওই সড়কে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক সমিতির নেতারা। মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত করে মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিকদারের নাম প্রত্যাহারের দাবি জানান শিক্ষকেরা।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
২ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
২ ঘণ্টা আগে