নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন মাস আগে ছেলেসন্তানের জন্ম দেন কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা শান্তা আক্তার। এর কয়েক দিন পর শান্তার বাসার কাছেই বাসা ভাড়া নেন এক নারী। ওই নারী অল্প কয়েক দিনের মধ্যেই শান্তার সঙ্গে বেশ সখ্য গড়ে তোলেন। এর সুবাদে শিশুটিকে প্রায়ই কোলে নিয়ে আদর করতেন। আর এ বিশ্বাসের সুযোগ নিয়ে শিশুটিকে চুরি করে ৭ মার্চ উধাও হন ওই নারী। তবে শেষরক্ষা হয়নি। এ ঘটনায় পারভিন বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করেছে র্যাব।
গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দীন এ তথ্য জানান। এ সময় উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
র্যাব জানায়, ৭ মার্চ ভোরে শিশুপুত্রকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্না করতে যান মা শান্তা। কিছু সময় পরে ঘরে এসে শিশুটিকে না পেয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে র্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। একটি সিসিটিভি ফুটেজ দেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র্যাব।
র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দীন আরও বলেন, পারভিন বেগম নবজাতক ও শিশু অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নবজাতকের তথ্য সংগ্রহ করতেন। এরপর কাছাকাছি বাসা ভাড়া নিয়ে শিশুর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। তাঁদের বাসায় নিয়মিত যাতায়াত করে বিশ্বস্ততা অর্জন করতেন। এরপর সুযোগ বুঝে নবজাতক চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দিতেন। পারভিনের বিরুদ্ধে এর আগেও তিনটি শিশু চুরির অভিযোগ রয়েছে। তাঁকে পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তিন মাস আগে ছেলেসন্তানের জন্ম দেন কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা শান্তা আক্তার। এর কয়েক দিন পর শান্তার বাসার কাছেই বাসা ভাড়া নেন এক নারী। ওই নারী অল্প কয়েক দিনের মধ্যেই শান্তার সঙ্গে বেশ সখ্য গড়ে তোলেন। এর সুবাদে শিশুটিকে প্রায়ই কোলে নিয়ে আদর করতেন। আর এ বিশ্বাসের সুযোগ নিয়ে শিশুটিকে চুরি করে ৭ মার্চ উধাও হন ওই নারী। তবে শেষরক্ষা হয়নি। এ ঘটনায় পারভিন বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করেছে র্যাব।
গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দীন এ তথ্য জানান। এ সময় উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
র্যাব জানায়, ৭ মার্চ ভোরে শিশুপুত্রকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্না করতে যান মা শান্তা। কিছু সময় পরে ঘরে এসে শিশুটিকে না পেয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে র্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। একটি সিসিটিভি ফুটেজ দেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র্যাব।
র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দীন আরও বলেন, পারভিন বেগম নবজাতক ও শিশু অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নবজাতকের তথ্য সংগ্রহ করতেন। এরপর কাছাকাছি বাসা ভাড়া নিয়ে শিশুর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। তাঁদের বাসায় নিয়মিত যাতায়াত করে বিশ্বস্ততা অর্জন করতেন। এরপর সুযোগ বুঝে নবজাতক চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দিতেন। পারভিনের বিরুদ্ধে এর আগেও তিনটি শিশু চুরির অভিযোগ রয়েছে। তাঁকে পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৭ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৬ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে