Ajker Patrika

তীরে উঠেও বাঁচলেন না জয়নাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ২১: ১৫
তীরে উঠেও বাঁচলেন না জয়নাল

ব্যবসায়িক কাজের জন্য মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে এসেছিলেন জয়নাল ভূঁইয়া (৬৫)। কাজ শেষে আজ রোববার বেলা ২টায় লঞ্চে চড়ে বসেন। কিন্তু সেই যাত্রাই তাঁকে পৌঁছে দিল অন্তিম গন্তব্যে।

আজ রোববার বেলা ২টা ২০ মিনিটে কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় ডুবে যায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আশরাফ। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছিল। পথে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর কিছু আগে চর সৈয়দপুর কদমতলী ব্রিজ এলাকায় জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ সময় বেশ কিছু যাত্রী লাফিয়ে ও সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যান অনেকে। 

সাঁতরে তীরে ওঠা যাত্রীদের একজন ছিলেন জয়নাল ভূঁইয়া। সাঁতার জানায় শীতলক্ষ্যার পূর্ব পাড়ে বন্দর এলাকার মাহমুদনগরে পৌঁছাতে সক্ষম হন তিনি। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হন জয়নাল ভূঁইয়া। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খবর পেতেই মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে ছুটে আসেন জয়নালের স্ত্রীসহ আত্মীয়স্বজন। যাত্রীবাহী ট্রলারে বসে বিলাপ করতে থাকেন স্ত্রী নাজমা বেগম (৪০)। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই দেখাই যে শেষ দেখা হবে আমি যদি আগে জানতাম, আমারে একা রাইখা কেন গেলা?’ 

জয়নাল ভূঁইয়ার স্ত্রীর বড় ভাই আব্দুল মান্নান ফরাজি জানান, জয়নাল হার্টের রোগী ছিলেন। কিছুদিন আগে ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন। বাল্কহেডের ব্যবসা করতে নিয়মিত নারায়ণগঞ্জে আসতেন। এর আগে লঞ্চ দুর্ঘটনা দেখে কিছুদিন গাড়িতে চলাচল করলেও এখন আবার লঞ্চে যাতায়াত করতেন। আজ সকালেও কাজে এসেছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হওয়ার পর সাঁতরে তীরেও উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না তাঁর। 

জয়নালের মৃত্যুর সংবাদে প্রতিবেশী থেকে শুরু করে স্বজনেরাও ছুটে আসেন শীতলক্ষ্যার তীরে। ঢাকা থেকে দুই মেয়ে আর রাজশাহীতে থাকা একমাত্র ছেলেও বাবার মৃত্যুসংবাদ শুনে রওনা দিয়েছেন।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত