ফরিদপুর প্রতিনিধি
‘আংকেল, দাম বাড়াবেন না, আমাদের অনেক কষ্ট হয়’, ‘আংকেল, আপনাদের অতিরিক্ত লাভের টাকা জোগান দিতে আমার বাবার অনেক কষ্ট হয়’, ‘দাম বাড়িয়ে রমজানের পবিত্রতা নষ্ট করবেন না।’ ফরিদপুরে জেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের সময় এ ধরনের বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে শহরের বিভিন্ন বাজার ও শপিং মল মনিটরিং করে জেলা প্রশাসনের একটি দল। এ সময় শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্ল্যাকার্ড প্রদর্শন করে।
শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে আরও লেখা ছিল, ‘ব্যবসায়ীরা গরিবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সাহায্য করুন’, ‘পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’ ইত্যাদি।
বাজার মনিটরিং টিম শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদিদোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিং মল, মাছরাঙা সুপার শপ, আড়ং শপিং মল ঘুরে ঘুরে দাম যাচাই করেন। এ সময় নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ব্যবসায়ীদের সতর্ক করেন।
পরে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দাম পেয়েছি। এসব কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে। রমজান উপলক্ষে কোনো জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি বাজারে সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যখন যেখানে অনিয়ম চোখে পড়বে, তখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশীদ প্রমুখ।
‘আংকেল, দাম বাড়াবেন না, আমাদের অনেক কষ্ট হয়’, ‘আংকেল, আপনাদের অতিরিক্ত লাভের টাকা জোগান দিতে আমার বাবার অনেক কষ্ট হয়’, ‘দাম বাড়িয়ে রমজানের পবিত্রতা নষ্ট করবেন না।’ ফরিদপুরে জেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের সময় এ ধরনের বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে শহরের বিভিন্ন বাজার ও শপিং মল মনিটরিং করে জেলা প্রশাসনের একটি দল। এ সময় শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্ল্যাকার্ড প্রদর্শন করে।
শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে আরও লেখা ছিল, ‘ব্যবসায়ীরা গরিবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সাহায্য করুন’, ‘পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’ ইত্যাদি।
বাজার মনিটরিং টিম শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদিদোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিং মল, মাছরাঙা সুপার শপ, আড়ং শপিং মল ঘুরে ঘুরে দাম যাচাই করেন। এ সময় নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ব্যবসায়ীদের সতর্ক করেন।
পরে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দাম পেয়েছি। এসব কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে। রমজান উপলক্ষে কোনো জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি বাজারে সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যখন যেখানে অনিয়ম চোখে পড়বে, তখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশীদ প্রমুখ।
নদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
১১ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
১৭ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
২ ঘণ্টা আগে