Ajker Patrika

রিকশা শ্রমিকের আত্মহননের দায় রাষ্ট্রের

রিকশা শ্রমিকের আত্মহননের দায় রাষ্ট্রের

গত মঙ্গলবার ঢাকার সাভারে রিকশা আটকের প্রেক্ষিতে নাজমুল কাজী (৩০) নামে এক অটোরিকশা চালক ক্ষোভে-দুঃখে আত্মহত্যা করেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। 

বিবৃতিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘রিকশা শ্রমিকের আত্মহত্যা প্রকৃত অর্থে রাষ্ট্র কর্তৃক হত্যার শামিল, এর দায় রাষ্ট্রের।’ 

নেতৃবৃন্দ বলেন, ‘রিকশা শ্রমিকের এই আত্মহননের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সারা দেশে পুলিশ কর্তৃক রিকশা আটক ও রিকশা শ্রমিকদের ওপর পুলিশের অমানবিক জুলুম নির্যাতন চলে। শ্রমিকদের রুটি-রুজির মাধ্যম রিকশা আটক করে জরিমানার নামে শ্রমিকের কষ্টে অর্জিত অর্থ লুটে নেওয়া হয়। পুলিশের জুলুম নির্যাতন ও দুর্নীতির কারণে এই পেশার শ্রমিকেরা আজ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।’ 

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন ও থ্রি-হুইলার মহাসড়ক ব্যতীত সকল সড়কে চলাচল করতে পারবে বলে আদেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতের এই আদেশ বাস্তবায়ন না করে নিজেদের পকেট ভরতে রিকশা আটক করে আদালত অবমাননা করছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আদেশের বাস্তবায়ন দাবি করেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত