Ajker Patrika

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৩: ৪৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগের দিন সোমবার সকালে আরেক নারী দগ্ধ হয়ে মারা যান।

মারা যাওয়া নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার বাইগরপাড়া গ্রামের কাশেম আলীর মেয়ে। তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এর আগে সোমবার সকালে সীমা আক্তার (৩০) নামে আরেক নারীর মৃত্যু হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় আব্দুর রহিমের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

দগ্ধ অন্য তিনজন হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছরের ছেলে আয়ান ও তানজিলা (১০)। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।

এসআই সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি তিনজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত