Ajker Patrika

উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৪: ৫৬
উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর 

রাজধানীর উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উত্তরা ৪ নম্বর সেক্টরের জসিম উদ্দিনের হলি ল্যাবের গলিতে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির নেতা-কর্মীরা বিএনএস সেন্টারের সামনে তাঁদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যান। তাঁরা বিভিন্ন গলিতে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন। সেখান থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।  

হলি ল্যাব গলির স্থানীয় দোকানদার মো. নাসির উদ্দিন ও মো. রোকন আজকের পত্রিকাকে বলেন, এই গলিতে লোকজনের ভিড় দেখেই আমরা দোকানপাট বন্ধ করে দিয়েছি। পরে এসে শুনতে পেরেছি পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টহল ডিউটি করছিলাম। হলি ল্যাব গলিতে আসামাত্রই বিএনপির নেতা-কর্মীরা আমাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করেছে। পরে তারা ককটেল ফাটিয়ে ধোঁয়ায় অন্ধকার করে ফেলে। এরপর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এক প্রশ্নের জবাবে এসআই আল আমিন বলেন, ‘আমি সামনে থেকে ২০-৩০ জন বিএনপি নেতা-কর্মীকে দেখেছি। কিন্তু চারপাশে আরও নেতা-কর্মী ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আমাদের পুলিশের টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত