মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন—মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন—মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৯ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৮ মিনিট আগে