Ajker Patrika

'মা' ইলিশ সংরক্ষণে কোস্টগার্ডের সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
'মা' ইলিশ সংরক্ষণে কোস্টগার্ডের সচেতনতামূলক কর্মসূচি শুরু

'মা' ইলিশ সংরক্ষণে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড। আজ সোমবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের সোয়ারি ঘাট এলাকায় জেলা ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। 

একই সঙ্গে ভেদরগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনা নদী ও ভোলা জেলার ইলিশা ঘাট এলাকার জেলে ও মাছ ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ পোস্টারিং মাইকিং করা হয়। এ ছাড়া চট্টগ্রামের মীরসরাই, আনোয়ারা, সন্দ্বীপ, রায়পুর ও কমলনগর, খুলনা জেলার দাকোপ ও রূপসা এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ও শরণখোলা এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।

মা ইলিশ সংরক্ষণে এবারের স্লোগান ‘মা ইলিশকে ২২ দিন, ডিম ছাড়ার সুয়োগ দিন’। ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন। 

আজ সোমবার থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ের মধ্যে সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে। 

কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলাম জানান, সারা দেশে ইংলিশ সংরক্ষণের ঘোষিত এই সময়ে কোস্টগার্ডের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় ও নদী এলাকায় ইলিশের অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় টহল অব্যাহত থাকবে। 

আশমাদুল ইসলাম বলেন, সারা দেশে কোস্টগার্ডের নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। দিন-রাত টহল অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে যদি কেউ আইন ভঙ্গ করে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত