জবি প্রতিনিধি
পাঁচ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইউজিসির পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা ও ঠিকাদারের বিষয়সহ যেসব দাবি রয়েছে, সব আমরা পূরণ করব।
তিন দিনের মধ্যে হয়তো হল করে দিতে পারব না, কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে পারব।’
আজ সোমবার পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ও উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
তখন নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাঁরা শহীদও হয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির জন্য রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী রকম দুর্দশা। কারণ, আমার পরিবারের একজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে ইতিমধ্যে একনেকে আলোচনা হয়েছে।’
প্রফেসর আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আজকেই দায়িত্ব পেয়েছি। তোমাদের যে দাবিগুলো, সেগুলো আমি দেখব এবং বিবেচনা করব। তোমাদের উপাচার্যের সঙ্গে আমি কথা বলব।’
পাঁচ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইউজিসির পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা ও ঠিকাদারের বিষয়সহ যেসব দাবি রয়েছে, সব আমরা পূরণ করব।
তিন দিনের মধ্যে হয়তো হল করে দিতে পারব না, কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে পারব।’
আজ সোমবার পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ও উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
তখন নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাঁরা শহীদও হয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির জন্য রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী রকম দুর্দশা। কারণ, আমার পরিবারের একজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে ইতিমধ্যে একনেকে আলোচনা হয়েছে।’
প্রফেসর আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আজকেই দায়িত্ব পেয়েছি। তোমাদের যে দাবিগুলো, সেগুলো আমি দেখব এবং বিবেচনা করব। তোমাদের উপাচার্যের সঙ্গে আমি কথা বলব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে