Ajker Patrika

টঙ্গীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২২ মে ২০২১, ২১: ৩২
টঙ্গীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি,টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বারোটার দিকে টঙ্গীর আউচপাড়া মুক্তার বাড়ি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই যুবকের নাম আব্দুল হাকিম(২০) । তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শিবরামপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল হাকিম পেশায় একজন নির্মাণ শ্রমিক। তাঁর সংসারে অভাব লেগেই থাকতো। গত শুক্রবার রাতে কাজ শেষে বাসায় ফিরে পরিবারের সদস্যদের সাথে কলহে জড়িয়ে পড়েন হাকিম। রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও হাকিমের কোন সাড়া না পেয়ে তাঁর কক্ষে যায় পরিবারের সদস্যরা।পরে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । আব্দুল হাকিম আত্নহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত