Ajker Patrika

নারায়ণগঞ্জে প্রস্তুত ভোটকেন্দ্র, অপেক্ষা ভোটারের

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০: ০১
নারায়ণগঞ্জে প্রস্তুত ভোটকেন্দ্র, অপেক্ষা ভোটারের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলো। সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটের প্রস্তুতি সম্পন্ন। সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। কেন্দ্রটিতে ভোট দেবেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। ৪ হাজার ৬১টি ভোট রয়েছে কেন্দ্রটিতে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তিনবারের নির্বাচিত এমপি গাজী গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী। 

রূপগঞ্জের চনপাড়ার নব কিশলয় হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘আমরা প্রস্তুতি শেষ করেছি। এখন শুধু ভোটারদের অপেক্ষা।’

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজীসহ ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার (সোনালি আঁশ), শাহজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র), জোবায়ের আলম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র) এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত