Ajker Patrika

মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি বিএনপি নেতার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি বিএনপি নেতার

মানিকগঞ্জের ঘিওরে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা মো. মইজুদ্দিন ও তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের পঞ্চরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন মারধরের শিকার শাহজাহান মিয়া। তিনি ভাড়ায় মোটরসাইকের চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

মামলা বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মারধরের শিকার শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল ভাড়া নেওয়ার কথা বলে মইজুদ্দিন আমাকে পঞ্চরাস্তার পশ্চিম পাশে তাঁর স’মিলে ডেকে আনেন।  এ সময় তারা স’মিলের ভেতরে নিয়ে আমাকে বলে তুই আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিস। তোকে আজ শিক্ষা দেব। আমি তখন বলি, আমি বিয়ে ভাঙি নাই। প্রমাণ দেন, যে কোনো শাস্তি মেনে নেব। আমার কথা শেষ করার আগেই মইজুদ্দিন কাঠের বাটাম দিয়ে আমাকে এলাপাতারি মারতে থাকে। এর সঙ্গে মইজুদ্দিনের ছেলে লিমন, তার ভাই মফিজুল ও ভাতিজা আমিরুল আমাকে এলোপাতারি লাথি, ঘুষি মারতে থাকে। আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’ 

ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. জান্নাত আজকের পত্রিকাকে বলেন, মাথায় ৯টি সেলাই করা হয়েছে। আঘাত গুরুতর। 

এ ব্যাপারে জানতে মো. মইজুদ্দিনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়। পরে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী বলেন, মইজুদ্দিনের মেয়ের সম্প্রতি বিয়ে ঠিক হয়। কিন্তু অজ্ঞাত কারণ তা ভেঙে যায়। তখন মইজুদ্দিন এক কবিরাজের শরণাপন্ন হন। ওই কবিরাজ না কি বলেছে, তার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে শাহজাহান ও  স্থানীয় আনোয়ার হোসেন (মইজুদ্দিনের দুরসম্পর্কের আত্মীয়) নামক দুই ব্যক্তি। এই রাগে মইজুদ্দিন শাহজাহানকে পিটিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত